ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, ইসরায়েলের বিমান হামলায় দেশটির সরকারি টেলিভিশন চ্যানেল আইআরআইবির দুটি কর্মকর্তা নিহত হয়েছেন। নিহতদের একজন সংবাদ সম্পাদক এবং অপরজন প্রশাসনিক দায়িত্বে নিয়োজিত ছিলেন।
আইআরএনএর তথ্যমতে, নিহত সংবাদ সম্পাদকের নাম নিমা রজবপুর এবং প্রশাসনিক কর্মকর্তার নাম মাসুমেহ আজিমি। এই হামলার ঘটনায় ইরানজুড়ে গভীর শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সোমবার (১৬ জুন) ইসরায়েলের যুদ্ধবিমান তেহরানে অবস্থিত আইআরআইবি চ্যানেলের ভবনে বোমা হামলা চালায়। এই হামলার কিছুক্ষণ পরই মঙ্গলবার (১৭ জুন) নিহতদের পরিচয় প্রকাশ করে আইআরএনএ।
আরও পড়ুন
হামলার সময়কার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায়, এক নারী নিউজ অ্যাঙ্কর সংবাদ উপস্থাপন করছিলেন। হঠাৎ একটি শক্তিশালী বিস্ফোরণে স্টুডিও কেঁপে ওঠে এবং চারদিকে ধুলার মেঘ ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের শব্দ শোনার সঙ্গে সঙ্গেই ওই অ্যাঙ্কর আতঙ্কিত হয়ে দ্রুত স্টুডিও ত্যাগ করেন।
এই হামলার পর থেকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। ইরান এই ঘটনার নিন্দা জানিয়ে জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসন শুধু সামরিক স্থাপনায় সীমাবদ্ধ না থেকে এখন সংবাদমাধ্যমের কর্মীদের জীবনকেও হুমকির মুখে ফেলছে।