এবার ইসরায়েলে ‘সুইসাইড ড্রোন’ পাঠিয়েছে ইরান

Iran sends 'suicide drone' to israel

ইসরায়েলের হামলার জবাবে আত্মঘাতী বা সুইসাইড ড্রোন হামলা শুরু করেছে ইরান। সোমবার (১৬ জুন) দেশটির আধাসরকারি সংবাদসংস্থা తাসনিম নিউজ এ তথ্য প্রকাশ করেছে।

ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের কম্যান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিয়ুমার্স হেইদারি জানিয়েছে যে, গত ৪৮ ঘন্টায় অনেকগুলো আত্মঘাতী ড্রোন ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। হেইদারি আরও বলেন, এই হামলা ছিল ইসরায়েলির আগ্রাসনের জবাব হিসেবে।

অপারেশনে ব্যবহৃত আত্মঘাতী ড্রোনগুলোর মধ্যে রয়েছে ‘আরাশ’, যা ২ হাজার কিলোমিটার পর্যন্ত যেতে সক্ষম। হেইদারি উল্লেখ করেছিলেন যে সেনাবাহিনীর গ্রাউন্ড ইউনিটগুলো ইসলামিক বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসিতে) মহাকাশ বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করেছে। এর আগে শুক্রবারও আইআরজিসিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

ইরানে এই অভিযান শুরু হয়েছে ইসরায়েলের সাম্প্রতিক হামলার জবাব হিসেবে। সেই হামলায় সামরিক কর্মকর্তা, পারমাণিবিজ্ঞানী ও সাধারণ মানুষসহ অনেকেই নিহত হয়েছিলেন।

সোমবার ভোরে আবারও ইরানে আত্মঘাতী ড্রোন ও হাইপারসোনিক ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু হয়। এগুলো রাজধানী তেল আবিব, হাইফা এবং অধিবাসিত এলাকা যেমন বনি ব্রাকে আঘাত হানে, যা মধ্যপ্রাচ্যে উত্তেজনার আশঙ্কা আরও বাড়িয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize