সর্বশেষ

‘জমজমের’ নামে ট্যাপের পানি বিক্রি, হাতেনাতে ধরল পুলিশ

Police catch man selling tap water in the name of 'zamzam'

হজ মৌসুমে বাসা-বাড়িতে সরবরাহকৃত সাধারণ ট্যাপের পানি বোতলজাত করে ‘জমজমের পানি’ বলে উচ্চমূল্যে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আমিরাতের কর্তৃপক্ষ। শারজাহ নগরীর একটি আবাসিক ভবনে অবৈধভাবে পানি বোতলজাত করার গোপন কারখানার সন্ধান পেয়ে অভিযান চালায় স্থানীয় প্রশাসন।

বুধবার সংবাদমাধ্যম খালিজ টাইমস এক প্রতিবেদনে জানায়, অভিযান পরিচালনা করে শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির নিয়ন্ত্রণ ও পরিদর্শন বিভাগ ও স্বাস্থ্য সুরক্ষা বিভাগ। কর্তৃপক্ষ জানায়, তারা প্রথমে লক্ষ্য করে একটি বাড়ি থেকে বোতলজাত পানি গাড়িতে তোলা হচ্ছে। পরে সেখানে হানা দিয়ে অভিযুক্তকে হাতেনাতে আটক করে।

তল্লাশিতে ‘জমজম’ লেবেল লাগানো বহু প্লাস্টিক বোতল ও কার্টন জব্দ করা হয়, যেগুলো অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে ভরা হচ্ছিল। এসব পানি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জমজম’ হিসেবে প্রচার করে উচ্চমূল্যে বিক্রি করছিল প্রতারক। গ্রেপ্তার ব্যক্তি ‘আরটি মিনারেল ওয়াটার ট্রেডিং’ নামে একটি লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠানের মালিক। সেই লাইসেন্সকে ঢাল হিসেবে ব্যবহার করে সে জাল ইনভয়েস তৈরি করছিল এবং সাধারণ জনগণকে ধোঁকা দিচ্ছিল।

এ ঘটনার পর বাড়িটি সিলগালা করা হয়েছে এবং জব্দকৃত সামগ্রী বাজেয়াপ্ত করা হয়েছে। শারজাহ সিটি মিউনিসিপ্যালিটির মহাপরিচালক ওবায়েদ আল তেনেইজি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম থেকে কোনো খাদ্য বা পানীয় কেনার আগে উৎস যাচাই করা জরুরি। কেউ সন্দেহজনক কিছু দেখলে ৯৯৩ নম্বরে যোগাযোগ করে অভিযোগ জানাতে পারবেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post