এইবছর মধ্যপ্রাচ্য বিশেষ করে জিসিসির ছয় দেশে ঈদ হতে পারে আগামী ৬ জুন। সৌদি, ওমান এবং আমিরাতের জৌতির্বিদরা এ বিষয়ে নিজেদের শক্ত অনুমানের কথা বলেছেন। এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ কুয়েতেও জানালো তাঁদের দেশে জুন মাসের ৬ তারিখে পালিত হতে পারে ঈদুল আযহা। আল ওজাইরি সায়েন্টিফিক সেন্টারের জ্যোতির্বিদ্যা সংক্রান্ত এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।
বুধবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। গবেষণা কেন্দ্রটির বিবৃতি অনুসারে, চলতি মাসের ২৮ মে সূর্যাস্তের পর ৪৩ মিনিটের জন্য কুয়েতের দিগন্তে চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে। যা নতুন মাসের সূচনা নির্দেশ করবে। সেই হিসেবে মক্কায় হজের মূল দিন অর্থাৎ আরাফার দিন বৃহস্পতিবার পড়বে। ফলে এর পরদিন শুক্রবার ঈদুল আজহা উদ্যাপিত হবে।
এর আলোকে, কুয়েতের মন্ত্রিসভা ইতোমধ্যেই ৫-৯ জুন সমস্ত সরকারি সংস্থা এবং প্রতিষ্ঠানের কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। সেই হিসেবে কুয়েতে ঈদের সরকারি ছুটি থাকছে ৫ দিন। পরদিন ১০ জুন স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে বলেও জানানো হয়। সেইসাথে, যেসব প্রতিষ্ঠানের কার্যক্রম একটু ভিন্ন ধারার, তারা স্বাধীনভাবে তাদের ছুটির সময়সূচি নির্ধারণ করতে পারবে বলেও জানায় দেশটির সরকার।