আমিরাতে ২৩ লাখে বিক্রি হলো ওমানি জাতের ছাগল

Omani goat sold for 2.3 million in uae

সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমায় অনুষ্ঠিত আল মুনাই নিলামে একটি বিরল জাতের সালালি ছাগল ৭০ হাজার দিরহাম বা প্রায় ১৯ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যায় নাটকীয় নিলামের চিত্র। ছাগলটি শরীরের গঠনে হরিণ ও কুকুরের মতো।

সালালি জাতের ছাগল সংযুক্ত আরব আমিরাতসহ গোটা উপসাগরীয় অঞ্চলেই বেশ জনপ্রিয়। এর উৎপত্তি ওমানে। এই জাতের ছাগলদের বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে সুষম দেহের গঠন, ছোট ও সোজা কান, পাতলা লোম, পাকানো লেজ ও শরীরজুড়ে বিভিন্ন আকারের বৃত্তাকার দাগ। এসব বৈশিষ্ট্যই তাদের আকর্ষণ ও মূল্যবৃদ্ধির কারণ।

আল মুনাই নিলাম হচ্ছে এই অঞ্চলের অন্যতম বড় ও খ্যাতনামা পশুর নিলাম, যা বিরল ও উচ্চ জাতের পশুতে আগ্রহী খামারি ও পশুপ্রেমীদের আকর্ষণ করে। এই ইভেন্টে সালালি ও সুদানি ছাগলসহ বিভিন্ন জাতের ছাগল প্রদর্শিত হয়। ছাগলের মূল্য তাদের জাত ও বাহ্যিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করে। সাধারণত সুদানি ছাগলের দাম এক হাজার ৫০০ থেকে ৪ হাজার দিরহামের মধ্যে হয়।

সালালি নামকরণ করা হয়েছে এর উৎপত্তিস্থল ওমানের সালালাহ শহরের নাম অনুসারে। পরবর্তীতে এই জাতটি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবেও ছড়িয়ে পড়ে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post