মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর আরোপিত দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের শাসনামলে এই নিষেধাজ্ঞা জারি করেছিল ওয়াশিংটন। সৌদি আরব সফরকালে ট্রাম্প এই ঘোষণা দেন।
ট্রাম্প বলেন, সিরিয়ায় একটি নতুন সরকার এসেছে এবং তিনি আশা করেন এই সরকার দেশটি স্থিতিশীল ও শান্তিপূর্ণ করতে সক্ষম হবে। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক অনুষ্ঠানে ট্রাম্প আরও জানান, সিরিয়াকে তাদের শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ দেওয়ার জন্য তিনি দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেবেন।
ট্রাম্পের এই ঘোষণাকে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় স্বাগত জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, বাশার সরকারের যুদ্ধাপরাধের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণাকে সিরিয়া আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছে।
আরও পড়ুন
এই ঘোষণার মাধ্যমে সিরিয়ার অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা তৈরি হলো। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা দেশটির অর্থনীতিকে বিপর্যস্ত করে তুলেছিল। তাই, এই পদক্ষেপ সিরিয়ার পুনর্গঠনে সহায়ক ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে।