কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য মিশর দ্রুত ভিসা অব্যাহতি চুক্তি করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত ওমর মহি এলদিন আহমেদ ফাহমি’র সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা জানান। উপদেষ্টা জানান, এ সংক্রান্ত একটি খসড়া অনুমোদনের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে মিশরে পাঠানো হয়েছে। মিশর অনুমোদন দিলে চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হবে। সাধারণ পাসপোর্টধারীদের জন্য অন-অ্যারাইভাল ভিসা প্রদানের বিষয়টিও বিবেচনা করা হচ্ছে বলে জানান তিনি। রাষ্ট্রদূত এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
বৈঠকে দুই দেশের মধ্যে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা, পুলিশের প্রশিক্ষণ, অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধ, সন্ত্রাস দমন, গোয়েন্দা তথ্য বিনিময় এবং সীমান্ত নিরাপত্তা বিষয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
উপদেষ্টা বলেন, মিশর বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতিম দেশ এবং এর দীর্ঘ সভ্যতা ও ইসলামী ইতিহাস রয়েছে। রাষ্ট্রদূত জানান, গত ৫০ বছর ধরে বাংলাদেশ ও মিশরের মধ্যে চমৎকার দ্বিপাক্ষিক সম্পর্ক রয়েছে যা পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার ওপর প্রতিষ্ঠিত।
রাষ্ট্রদূত মিশরের পুলিশ প্রশিক্ষণ একাডেমির কথা উল্লেখ করে বাংলাদেশকে এ বিষয়ে সহযোগিতার প্রস্তাব দেন। উপদেষ্টা আন্তঃদেশীয় অপরাধ নেটওয়ার্ক দমনে পারস্পরিক সহযোগিতা প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তিনি রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন ও প্রত্যাবাসনে মিশরের সহযোগিতা কামনা করেন। উপদেষ্টা আরও বলেন, মিশর তাদের সীমান্ত ব্যবস্থাপনা বিষয়ে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে। এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে প্রশিক্ষণ আয়োজনের প্রস্তাব দেন তিনি।