সর্বশেষ

সুখবর, বাংলাদেশ থেকে কর্মী নেবে মধ্যপ্রাচ্যের যে দেশ

Probashi

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগে গভীর আগ্রহ প্রকাশ করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরাক। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত দুই দিনব্যাপী (১৩ ও ১৪ অক্টোবর) বাংলাদেশ-ইরাক যৌথ কমিটির বৈঠকে এ আগ্রহের কথা জানায় দেশটি। বৈঠকে উভয় পক্ষ শ্রম অভিবাসন প্রক্রিয়া, অনিয়মিত কর্মীদের নিয়মিতকরণ এবং ভবিষ্যতে জনশক্তি প্রেরণ বিষয়ে বিস্তারিত আলোচনা করে।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকের শেষে উভয় দেশের প্রতিনিধিরা একটি ‘রেকর্ড অব ডিসকাশন’-এ স্বাক্ষর করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ইরাক সরকার বাংলাদেশি শ্রমিকদের বিভিন্ন সেক্টরে নিয়োগের জন্য কর্মী ভিসা প্রদানের উদ্যোগ নেবে। নিরাপদ ও সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে ইরাকি নিয়োগকর্তার পাঠানো চাহিদাপত্র বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে যাচাই ও সত্যায়নের পর কর্মী নিয়োগ সম্পন্ন হবে।

Wprker

এছাড়া, ইরাকে যাত্রার আগে প্রত্যেক কর্মীকে কর্মসংস্থান চুক্তিতে স্বাক্ষর করতে হবে, যাতে তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হয়। ইরাকের বিভিন্ন খাতে কর্মী চাহিদার বিষয়টি সুনির্দিষ্টভাবে জানতে বাংলাদেশ দূতাবাস তথ্য সংগ্রহ করবে এবং সে অনুযায়ী কর্মী পাঠানোর ব্যবস্থা নেবে।

ইরাকে বর্তমানে কর্মরত অনিয়মিত বাংলাদেশি শ্রমিকদের বিষয়ে ইরাকি প্রতিনিধিদল ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে। বাংলাদেশ সরকার তাদের নিয়মিতকরণের লক্ষ্যে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য ইরাক সরকারের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আনুষ্ঠানিক প্রস্তাব পাঠাবে।

উভয় দেশের মধ্যে কর্মসংস্থান সহযোগিতা জোরদার করতে যৌথ কমিটি বছরে অন্তত একবার বৈঠক করার বিষয়ে সম্মত হয়েছে। বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমাদুল হক এবং ইরাকের পক্ষে মিডিয়া, আরব ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মহাপরিচালক কাজিম আবদুর রেজা খাইয়ুন আত-ওয়ানি চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া উপস্থিত ছিলেন। এর আগে, ইরাকি প্রতিনিধিদল মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post