কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি মিসাইল হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কাতারে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হতে এবং অযথা চলাফেরা থেকে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাতারি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কাতার সরকারের বিবৃতি ও নির্দেশনা মেনে চলতে হবে। একই সঙ্গে এ ধরনের পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি বা ভিডিও প্রকাশ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও
পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশের আইন অমান্য করে এমন কোনো কাজ করলে তা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে। তাই প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানানো হচ্ছে।










