সর্বশেষ

নেপালে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বার্তা

Urgent message for bangladeshis in nepal

নেপালে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জারি করা এক জরুরি বার্তায় জানানো হয়, নেপালে বর্তমানে বসবাসকারী বা আটকে পড়া বাংলাদেশিদের বাইরে না গিয়ে নিজ নিজ হোটেল বা নির্দিষ্ট স্থানে অবস্থান করতে হবে।

দূতাবাসের বার্তায় আরও বলা হয়, চলমান নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে আপাতত কেউ নেপাল ভ্রমণে না যাওয়ার জন্য কঠোরভাবে নির্দেশ দেওয়া হচ্ছে। নতুন করে কেউ সেখানে ভ্রমণের পরিকল্পনা করলে তা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

বাংলাদেশি নাগরিকদের যে কোনো ধরনের জরুরি পরিস্থিতিতে সহায়তা পেতে দূতাবাস নির্ধারিত দু’টি যোগাযোগ নম্বর প্রকাশ করেছে। জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে বলা হয়েছে— মি. সাদেকের সঙ্গে +৯৭৭ ৯৮০৩৮৭২৭৫৯ নম্বরে এবং মিসেস সারদার সঙ্গে +৯৭৭ ৯৮৫১১২৮৩৮১ নম্বরে।

দূতাবাস জানিয়েছে, নেপালে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তা ও সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এই বার্তা জারি করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post