পাকিস্তান ক্রিকেট দল দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করেছে। তবে জোহানেসবার্গের ওয়ান্ডার্স স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচটি শুধুমাত্র খেলাতেই সীমাবদ্ধ ছিল না; গ্যালারিতে একাধিক অভাবনীয় ঘটনার জন্যও স্মরণীয় হয়ে থাকবে।।
‘পিংক ডে ওয়ানডে’ সিরিজের শেষ ম্যাচে মাঠে যখন উত্তেজনা তুঙ্গে, তখন এক তরুণীর প্রসববেদনা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাকে স্টেডিয়ামের অভ্যন্তরে অবস্থিত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই ফুটফুটে এক পুত্রসন্তানের জন্ম হয়। স্টেডিয়ামের জায়ান্ট স্ক্রিনে এই আনন্দঘন মুহূর্তকে জানানো হয় এই বার্তার মাধ্যমে: “মিস্টার ও মিসেস রাবেং, পুত্রের জন্মে অভিনন্দন!”
এতটাই চমকপ্রদ মুহূর্তে থেমে থাকেনি গ্যালারির গল্প। এক তরুণ প্রেমিকাকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসেন। প্রস্তাবের মুহূর্তে পাশে একজন গায়ক প্রেমময় গানের সুর তুলছিলেন। প্রথমে কিছুটা হতবাক হলেও তরুণী প্রস্তাবটি গ্রহণ করেন এবং প্রেমিকের দেওয়া আংটি পরেন। পুরো স্টেডিয়াম করতালির মাধ্যমে এই আবেগঘন দৃশ্যকে উদযাপন করে।
ম্যাচের দিক থেকেও দিনটি ছিল পাকিস্তানের জন্য বিশেষ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ডাকওয়ার্থ-লুইস নিয়মে ৩৬ রানে জয় পায় বাবর আজমের নেতৃত্বাধীন দল। পাকিস্তান প্রথম ইনিংসে ৪৭ ওভারে ৯ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ৩০৮ রান। জবাবে দক্ষিণ আফ্রিকা ৪২ ওভারে ২৭১ রানে গুটিয়ে যায়।
আরও
এই জয় দিয়ে পাকিস্তান ইতিহাস গড়ে দক্ষিণ আফ্রিকাকে তাদের ঘরে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করল। তবে এই ঐতিহাসিক ম্যাচটি ক্রিকেটের পাশাপাশি স্টেডিয়ামে ঘটে যাওয়া নাটকীয় ও আনন্দঘন মুহূর্তের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।











