এরদোয়ানের সমালোচনা করায় ৯ তরুণ কারাগারে

এরদোয়ানের সমালোচনা করায় ৯ তরুণ কারাগারে

বিশ্বজুড়ে মুসলমানদের মধ্যে অত্যন্ত সম্মানের স্থান দখল করে আছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তার ইতিবাচক কর্মকাণ্ডের জন্য তিনি ব্যাপক জনপ্রিয় হলেও সাম্প্রতিক এক ঘটনায় তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

তুরস্কের একটি আদালত সম্প্রতি প্রেসিডেন্ট এরদোয়ানের বিরুদ্ধে বিক্ষোভের অভিযোগে ৯ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে।

ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রেসিডেন্ট এরদোয়ানের সমাবেশ চলাকালে গত সপ্তাহে একদল ব্যক্তি বিক্ষোভে অংশ নেয়। তাদের অভিযোগ ছিল, সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইসরায়েলের কাছে তেল রপ্তানি অব্যাহত রয়েছে। এ ঘটনায় বিক্ষোভকারীরা প্রেসিডেন্টকে অপমান এবং বেআইনি সমাবেশের অভিযোগে অভিযুক্ত হন।

এরদোয়ানের সমালোচনা করায় ৯ তরুণ কারাগারে

প্রতিবেদনে উল্লেখ করা হয়, এরদোয়ান এক ফোরামে বক্তব্য দেওয়ার সময় বিক্ষোভকারীরা স্লোগান দেন, “গাজায় গণহত্যা বন্ধ করো” এবং “ইসরায়েলে তেল রপ্তানি বন্ধ করো”। পুলিশ দ্রুত বিক্ষোভকারীদের সরিয়ে নিলেও আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

এই ঘটনায় তুরস্কের অধিকারকর্মী ও বিরোধী নেতারা কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টির (সিএইচপি) নেতা ওজগুর ওজেল বলেন, “সরকারের সমালোচনার কারণে ৯ জনের গ্রেপ্তার গণতন্ত্রের জন্য একটি গুরুতর হুমকি। তরুণরা তাদের মত প্রকাশের অধিকার চর্চা করেছেন। তাদের অবিলম্বে মুক্তি দেওয়া উচিত।”

বিরোধীদল ও অধিকারকর্মীদের মতে, এ ঘটনা তুরস্কে মতপ্রকাশের স্বাধীনতার ওপর ক্রমবর্ধমান সংকটের দিকটি তুলে ধরেছে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize