ইয়েমেনে হুথিদের অস্ত্রের গুদামে মার্কিন হামলা

ইয়েমেনে হুথিদের অস্ত্রের গুদামে মার্কিন হামলা

ইয়েমেনে হুথিদের অস্ত্র সংরক্ষণ কেন্দ্রে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। বুধবার (১৬ অক্টোবর) মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজের বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এবিসি নিউজের খবরে বলা হয়, একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন, ‘ইয়েমেনের হুথি-নিয়ন্ত্রিত এলাকায় অস্ত্রের গুদামে ইউএস সেন্ট্রাল কমান্ড বাহিনী একাধিক বিমান হামলা চালিয়েছে।

হুথিদের লক্ষ্যবস্তুতে সর্বশেষ হামলার ঘটনা এটি। এ হামলায় এখনও হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও তথ্য জানায়নি রয়টার্স।

গাজায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগরে ইসরায়েলি ও ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করে আসছে হুথিরা।

লোহিত সাগরের আন্তর্জাতিক বাণিজ্যিক রুটে হামলার বিষয়ে তাদের কয়েক দফা সতর্ক করার পর, ইয়েমেনে হুথিদের লক্ষ্যবস্তুতে বিমান হামলা পরিচালনা করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। তবুও লোহিত সাগরে থেমে থাকেনি তাদের হামলা।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post