সর্বশেষ

বিশ্বজুড়ে সতর্কতা, নতুন ভাইরাসের সংক্রমণ

Global alert, new virus transmission

ইথিওপিয়ায় ইবোলা-সংশ্লিষ্ট একটি নতুন ধরনের ভাইরাসের সম্ভাব্য সংক্রমণ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটি জানিয়েছে, ভাইরাসটির বৈশিষ্ট্য মারাত্মক হতে পারে এবং পরিস্থিতি অনুকূলে না থাকলে দ্রুত বিস্তারের ঝুঁকি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে প্রাথমিক মূল্যায়নে এখনো ব্যাপক সংক্রমণের কোনো নিশ্চিত প্রমাণ মেলেনি বলে জানিয়েছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচওর পর্যবেক্ষণে দেখা গেছে, সন্দেহভাজন রোগীদের মধ্যে উচ্চ জ্বর, বমি, ডায়রিয়া, তীব্র শরীরব্যথা এবং কিছু ক্ষেত্রে রক্তক্ষরণের লক্ষণ রয়েছে, যা ইবোলা ভাইরাসের উপসর্গের সঙ্গে সাদৃশ্যপূর্ণ। এ কারণে পরিস্থিতিকে হালকাভাবে না নিয়ে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে ইথিওপিয়ার স্বাস্থ্য কর্তৃপক্ষ সন্দেহভাজন রোগীদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার কার্যক্রম শুরু করেছে। একই সঙ্গে আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্ত করে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। সংক্রমণ বিস্তার রোধে আইসোলেশন ব্যবস্থা ও সংক্রমণ নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করা হয়েছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, ইবোলা-সম্পর্কিত ভাইরাস সাধারণত প্রাণী থেকে মানুষের মধ্যে সংক্রমিত হয় এবং পরবর্তীতে মানুষের মাধ্যমে মানুষের মধ্যে ছড়াতে পারে। আফ্রিকার পূর্ব ও মধ্যাঞ্চলে অতীতেও এ ধরনের ভাইরাস জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করেছে বলে তারা উল্লেখ করেন।

পরিস্থিতি মোকাবিলায় ইথিওপিয়া সরকার দেশজুড়ে সতর্কতা জারি করেছে এবং সীমান্ত এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত রোগ শনাক্তকরণ এবং স্বাস্থ্যকর্মীদের জন্য পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ডব্লিউএইচও জানিয়েছে, তারা সার্বিক পরিস্থিতির ওপর নিবিড় নজর রাখছে এবং প্রয়োজনে আন্তর্জাতিক সমন্বিত পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup