যুক্তরাজ্যের দক্ষিণ উপকূলীয় সাসেক্সে অবস্থিত একটি মসজিদে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার রাতের দিকে দুর্বৃত্তরা মসজিদে আগুন ধরায় স্থানীয় কর্তৃপক্ষ বিষয়টি মুসলিম বিদ্বেষমূলক অপরাধ হিসেবে বিবেচনা করছে। পুলিশ জানিয়েছে, অগ্নিকাণ্ডের ফলে মসজিদের প্রধান প্রবেশদ্বার ও বাইরে পার্ক করা একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে মসজিদে অবস্থানরত দু’জন ব্যক্তি নিরাপদে বের হয়ে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় অলাভজনক সংস্থা ব্রাইটন অ্যান্ড হোভ মুসলিম ফোরাম-এর চেয়ারম্যান তারিক জং বলেন, আগুনের সময় কয়েকজন মসজিদের ভেতরে ছিলেন, কিন্তু তারা নিরাপদে বেরিয়ে এসেছেন। তিনি আরও বলেন, সাধারণ মানুষ উপাসনালয়ে শান্তি, প্রার্থনা ও আত্মপরিচয় খুঁজে নিতে যায়, কিন্তু কখনোই ভাবেন না যে সেখানে হামলার শিকার হতে পারেন।
এ ঘটনায় ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে এবং মুসলিম সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সাসেক্স পুলিশ বলেছে, তারা বুঝতে পারছে যে এই ঘটনা সমাজে উদ্বেগ তৈরি করেছে এবং মুসলিম সম্প্রদায়ের ওপর প্রভাব ফেলবে।
আরও
এ ঘটনা ঘটে এমন এক সময়ে, যখন ব্রিটেনে মুসলিম বিদ্বেষ ক্রমবর্ধমান। তার আগে বৃহস্পতিবার ম্যানচেস্টারে একটি সিনাগগে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। পুলিশ সেই হামলার পর ম্যানচেস্টার ও অন্যান্য এলাকায় অতিরিক্ত টহল শুরু করেছে এবং দেশের সব ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের স্থানে নিরাপত্তা জোরদার করেছে।
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ব্রিটেনে ৬ হাজারেরও বেশি মুসলিম-বিরোধী ঘটনা নথিভুক্ত হয়েছে, যা টেল মামার রেকর্ড অনুযায়ী গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। এই প্রেক্ষাপটে সাসেক্সের মসজিদে অগ্নিসংযোগের ঘটনা মুসলিম সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।











