সর্বশেষ

চুরি হয়ে গেল জাদুঘরে রাখা ‘ফেরাউনের’ স্বর্ণের ব্রেসলেট

'pharaoh's' gold bracelet stolen from museum

মিশরের রাজধানী কায়রোর একটি জাদুঘর থেকে প্রায় তিন হাজার বছর পুরোনো এক স্বর্ণের ব্রেসলেট নিখোঁজ হয়ে গেছে। ফেরাউন আমেনেমোপের এই ব্রেসলেটটি ল্যাপিস লাজুলি পাথর দিয়ে অলংকৃত ছিল। নিখোঁজের খবর ছড়িয়ে পড়তেই দেশজুড়ে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, সর্বশেষ ব্রেসলেটটি জাদুঘরের পুনর্নবীকরণ ল্যাবরেটরিতে দেখা গিয়েছিল। সেখান থেকেই এটি উধাও হয়। ঘটনার পর মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় তদন্ত শুরু করেছে। পাশাপাশি পাচার ঠেকাতে ব্রেসলেটের ছবি দেশের সব বিমানবন্দর, সমুদ্রবন্দর ও স্থলবন্দর কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে।

জাদুঘরের মহাপরিচালক জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যে ছবিটি ব্রেসলেটের বলে দাবি করা হচ্ছে, সেটি আসল নয়। বরং জাদুঘরের আরেকটি প্রদর্শনীর ছবি ব্যবহার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

ঐতিহাসিকদের মতে, ব্রেসলেটটির মালিক ছিলেন ফেরাউন আমেনেমোপ, যিনি খ্রিস্টপূর্ব ১০৭৬ থেকে ৭২৩ সালের মধ্যে ২১তম রাজবংশের শাসক ছিলেন। প্রথমে সাধারণ কক্ষে তাকে দাফন করা হলেও পরে পসুসেনেস প্রথমের পাশে পুনর্দাফন করা হয়। ১৯৪০ সালে আবিষ্কৃত হয় তার সমাধি।

বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, মূল্যবান এ নিদর্শন আন্তর্জাতিক কালোবাজারে পাচার হয়ে যেতে পারে। কেউ কেউ মনে করছেন, এটি গলিয়ে ফেলা হতে পারে বা কোনো ব্যক্তিগত সংগ্রাহকের কাছে চলে যেতে পারে। তবে এমনও সম্ভাবনা রয়েছে যে, কদিনের মধ্যেই ব্রেসলেটটি কোথাও ফেলে রাখা অবস্থায় উদ্ধার হবে। ঘটনাটির পর মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, পুনর্নবীকরণ ল্যাবের সব প্রত্নবস্তু বিশেষ কমিটির মাধ্যমে তালিকাভুক্ত ও পর্যালোচনা করা হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup