সর্বশেষ

স্পেনের উপকূলে জাহাজ ডুবে নিহত প্রায় ১৫০ অভিবাসনপ্রত্যাশী

Nearly 150 migrants die in shipwreck off spanish coast

স্পেনগামী একটি জাহাজ ডুবে অন্তত ১৪০ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। তিন দিন আগে ঘটে যাওয়া এ মর্মান্তিক দুর্ঘটনার খবর প্রকাশ করেছে স্প্যানিশ বার্তাসংস্থা ইএফই। জাহাজটি থেকে ১৭ জনকে জীবিত উদ্ধার করা হলেও ৭০ জনের মরদেহ পাওয়া গেছে। এখনো প্রায় ৭৫ থেকে ৮০ জন নিখোঁজ রয়েছেন।

বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, তারা আফ্রিকার দেশ গাম্বিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে। তবে মৌরিতানিয়ার উপকূলের কাছাকাছি পৌঁছে জাহাজটি ডুবে যায়। স্প্যানিশ এনজিও ওয়াকিং বর্ডার জানিয়েছে, নৌযানটিতে প্রায় ১৬০ জন যাত্রী ছিলেন।

ওয়াকিং বর্ডারের নির্বাহী হেলেনা মালেনো এক টেলিভিশন চ্যানেলকে বলেন, চলতি বছরের গ্রীষ্মে এটি সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনার একটি। এর আগে একাধিকবার এই রুটে প্রাণঘাতী দুর্ঘটনা ঘটলেও এত বড় পরিসরে প্রাণহানির ঘটনা সাম্প্রতিক সময়ে ঘটেনি।

প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান পথ হলো আটলান্টিক মহাসাগর হয়ে ক্যানারি দ্বীপপুঞ্জ। এই দ্বীপপুঞ্জে পৌঁছানোর পর অভিবাসনপ্রত্যাশীদের জন্য ইউরোপের অন্যান্য দেশে প্রবেশ তুলনামূলক সহজ হয়। তবে সমুদ্রপথটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় প্রায়ই দুর্ঘটনা ঘটে।

সাম্প্রতিক পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের শুরু থেকে এ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় ৪৭ হাজার অভিবাসনপ্রত্যাশী। একই সময়ে সমুদ্রপথে প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৭৫০ জনেরও বেশি মানুষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup