পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) বহুল আলোচিত আর্থিক কেলেঙ্কারির মামলায় অন্যতম অভিযুক্ত নেহাল মোদিকে যুক্তরাষ্ট্রে গ্রেফতার করেছে মার্কিন কর্তৃপক্ষ। ভারত সরকারের অনুরোধে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।
৪৬ বছর বয়সী নেহাল বেলজিয়ামের নাগরিক। তিনি পিএনবি দুর্নীতি মামলায় তার ভাই, হিরে ব্যবসায়ী নীরব মোদির সহযোগী হিসেবে অভিযুক্ত। সিবিআই ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) দু’টি কেন্দ্রীয় তদন্ত সংস্থার অনুরোধে তাকে আমেরিকায় খুঁজে বের করে গ্রেফতার করা হয়।
শুক্রবার মার্কিন গোয়েন্দারা তাকে আটক করে এবং শনিবার তাকে আদালতে হাজির করে নিজেদের হেফাজতে নেন। পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে ১৭ জুলাই। মার্কিন প্রশাসন ইতোমধ্যে তাকে ভারতের হাতে প্রত্যর্পণের প্রক্রিয়া শুরু করেছে।
আরও পড়ুন
মার্কিন আদালতে পরবর্তী শুনানিতে নেহাল মোদি জামিনের আবেদন করতে পারেন বলে জানা গেছে। তবে মার্কিন সরকারি আইনজীবীরা সেই আবেদন বিরোধিতার প্রস্তুতি নিচ্ছেন।
নেহালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পলাতক ভাই নীরব মোদির হয়ে তিনি আর্থিক লেনদেনের মাধ্যমে অর্থ পাচারে জড়িত ছিলেন। পাশাপাশি, তদন্তে প্রমাণ ধ্বংস ও বেআইনি কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতার অভিযোগ এনেছে ইডি। তার নাম ইডির চার্জশিটেও অন্তর্ভুক্ত।
প্রসঙ্গত, ২০১৮ সালে পিএনবি কেলেঙ্কারির পর নীরব মোদি দেশ ছেড়ে পালিয়ে যান এবং ২০১৯ সালে লন্ডনে গ্রেফতার হন। বর্তমানে তিনি ওয়েস্টমিনস্টারের একটি কারাগারে বন্দি রয়েছেন। একই মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকেও চলতি বছরের এপ্রিলে বেলজিয়ামে গ্রেফতার করা হলেও, তাকে এখনো ভারতে ফিরিয়ে আনা সম্ভব হয়নি।