ইরান ও দখলদার ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাত এবং তেহরানে যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পর বিশ্বব্যাপী নিরাপত্তা ঝুঁকি বাড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। এ প্রেক্ষিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিশ্বজুড়ে থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
রবিবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার কারণে আঞ্চলিক বিমান চলাচল ব্যাহত হচ্ছে এবং আকাশসীমা বন্ধ থাকার ঘটনাও ঘটছে। এমন প্রেক্ষাপটে বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্রের নাগরিক ও স্বার্থ সংশ্লিষ্ট স্থানে বিক্ষোভ বা হামলার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
এছাড়া যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিজ দেশেও নিরাপত্তা হুমকি বাড়ার আশঙ্কা করছে। তারা জানিয়েছে, ইরানে মার্কিন হামলার পর থেকে সাইবার আক্রমণ এবং একক হামলাকারীর মাধ্যমে সহিংস ঘটনার আশঙ্কা বেড়েছে।
আরও পড়ুন
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী আকবর বেলায়াতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “ইরানে হামলার জন্য কোনো তৃতীয় দেশ যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করলে, আমাদের সশস্ত্র বাহিনী সেই দেশকেও লক্ষ্যবস্তু বানাবে।” এই বক্তব্য সরকারি বার্তা সংস্থা আইআরএনএ-তে প্রকাশিত হয়।
এদিকে যুক্তরাষ্ট্র শনিবার থেকে ইসরায়েলে অবস্থানরত মার্কিন নাগরিকদের সরিয়ে নেওয়ার লক্ষ্যে বিশেষ ফ্লাইট চালু করেছে। নিরাপত্তাজনিত উদ্বেগ থেকেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।