ইরান-ইসরায়েল সংঘাতের মধ্যে ট্রাম্পের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের বৈঠক

Pakistan army chief meets trump amid iran israel conflict

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যে আজ (বুধবার) ওয়াশিংটনের হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।

বৈঠকের অংশ হিসেবে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প ও মুনির। তবে এই আলোচনা গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে না; সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকবে না বৈঠকস্থলে।

গত ১৪ জুন যুক্তরাষ্ট্রে পৌঁছান জেনারেল আসিম মুনির। তার এই সফরের সূচিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ আগেই নির্ধারিত ছিল। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সেই উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে আশপাশের অঞ্চলেও—যার মধ্যে রয়েছে পাকিস্তানের প্রতিবেশী ইরান।

প্রসঙ্গত, গত মে মাসের শেষ দিকে তেহরানে সফরের সময় ইরানের তৎকালীন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেইরির সঙ্গে বৈঠক করেন জেনারেল মুনির। পরে ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন জেনারেল বাঘেইরি। ফলে বর্তমান বৈঠকটি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাড়তি গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize