যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের মধ্যে আজ (বুধবার) ওয়াশিংটনের হোয়াইট হাউসে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। স্থানীয় সময় দুপুরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বিবিসি।
বৈঠকের অংশ হিসেবে একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন ট্রাম্প ও মুনির। তবে এই আলোচনা গণমাধ্যমের জন্য উন্মুক্ত রাখা হচ্ছে না; সংবাদকর্মীদের প্রবেশাধিকার থাকবে না বৈঠকস্থলে।
গত ১৪ জুন যুক্তরাষ্ট্রে পৌঁছান জেনারেল আসিম মুনির। তার এই সফরের সূচিতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ আগেই নির্ধারিত ছিল। বৈঠকটি এমন এক সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। সেই উত্তেজনা ছড়িয়ে পড়তে পারে আশপাশের অঞ্চলেও—যার মধ্যে রয়েছে পাকিস্তানের প্রতিবেশী ইরান।
আরও পড়ুন
প্রসঙ্গত, গত মে মাসের শেষ দিকে তেহরানে সফরের সময় ইরানের তৎকালীন সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ হোসেইন বাঘেইরির সঙ্গে বৈঠক করেন জেনারেল মুনির। পরে ১৩ জুন ইসরায়েলি বিমান হামলায় নিহত হন জেনারেল বাঘেইরি। ফলে বর্তমান বৈঠকটি ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাড়তি গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা।