যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রেক্ষাপটে জানিয়েছেন, তিনি শুধু যুদ্ধবিরতিই নন, বরং এই উত্তেজনার একটি স্থায়ী ও অর্থবহ সমাপ্তি চান। ট্রাম্প বলেন, “আমরা যুদ্ধবিরতি চাই না, চাই একটি সত্যিকারের সমাপ্তি।”
তিনি আরও বলেন, “ইরানের পারমাণবিক অস্ত্র থাকতে পারে না।” দেশটির পরমাণু সক্ষমতা নিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করে তিনি এই মন্তব্য করেন।
এমন মন্তব্য এল এক সময়, যখন ইরান-ইসরায়েল সংঘাত পঞ্চম দিনে গড়িয়েছে। বিশ্বের শিল্পোন্নত দেশগুলোর জোট জি-৭ সম্মেলনে অংশ নিয়ে কানাডা সফর সংক্ষিপ্ত করে ট্রাম্প হঠাৎ দেশে ফিরে আসেন। ওয়াশিংটনে ফেরার পথে প্রেসিডেন্টের বিমান ‘এয়ারফোর্স ওয়ান’-এ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন
তিনি জানান, এখনো ইরানের সঙ্গে যুদ্ধবিরতি বিষয়ক কোনো আলোচনায় যাননি। সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “তারা (ইরান) যদি আলোচনায় বসতে চায়, জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে হয়। তাদের সেই চুক্তিতে সম্মত হওয়া উচিত, যা বহু জীবন রক্ষা করতে পারে।”
তবে তিনি জি-৭ সম্মেলন থেকে আকস্মিকভাবে ফিরে আসার বিষয়টিকে ইরান-ইসরায়েল পরিস্থিতির সঙ্গে যুক্ত নয় বলে দাবি করেন। এ নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর মন্তব্যও অস্বীকার করেন তিনি।
ট্রাম্প বলেন, “ফরাসি প্রেসিডেন্ট জানিয়েছেন যে আমি যুদ্ধবিরতি আলোচনার জন্য ফিরেছি—এটা সম্পূর্ণ ভুল। তার এই মন্তব্য বাস্তবতাবিবর্জিত। আমি ভিন্ন কারণে দেশে ফিরেছি, যার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্ক নেই।”