নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়ার নির্দেশ দিল চীনা দূতাবাস

Chinese embassy orders citizens to leave israel immediately

ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে চীনা দূতাবাস তাদের নাগরিকদের ইসরায়েল থেকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। যুদ্ধাবস্থা পরিস্থিতির কারণে দেশটির নিরাপত্তা পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে বলে দূতাবাস উদ্বেগ প্রকাশ করেছে।

মঙ্গলবার এক বিবৃতিতে ইসরায়েলে অবস্থিত চীনা দূতাবাস জানায়, ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে চীনা নাগরিকদের যত দ্রুত সম্ভব স্থলপথে ইসরায়েল ত্যাগ করার জন্য স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে।

বিশেষ করে জর্ডান অভিমুখে যাত্রার পরামর্শ দেওয়া হয়েছে নাগরিকদের। চীনা দূতাবাস বলেছে, চলমান সংঘাতে বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ মানুষের প্রাণহানির ঘটনাও বাড়ছে, যা সামগ্রিক নিরাপত্তাকে আরও হুমকির মুখে ফেলছে।

এদিকে, পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের ‘সিচুয়েশন রুমে’ জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন। তিনি কানাডায় চলমান জি-৭ সম্মেলন সংক্ষিপ্ত করে দেশে ফিরে এই বৈঠক আহ্বান করেন।

এই যুদ্ধাবস্থা আন্তর্জাতিক মহলে উদ্বেগ সৃষ্টি করেছে এবং অনেক দেশই ইতোমধ্যে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। চীনের এই পদক্ষেপও সেই দৃষ্টান্তেরই অংশ।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Gif final ezgif.com optimize