ইসরায়েলের টার্গেটে ইরান: বাড়ছে উত্তেজনা

Iran targeted by israel tensions are rising

মার্কিন গোয়েন্দা তথ্য থেকে জানা গেছে, ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে। এমন এক সময় এই তথ্য সামনে এল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালাচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন একাধিক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তাদের আশঙ্কা, এই সম্ভাব্য হামলা ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক উদ্যোগের সঙ্গে ইসরায়েলের গভীর মতানৈক্য সৃষ্টি করতে পারে এবং একইসঙ্গে মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সংঘাতের ঝুঁকি তৈরি করবে। ২০২৩ সালের গাজা যুদ্ধের পর অঞ্চলটিতে উত্তেজনা হ্রাসের চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র।

তবে ইসরায়েল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছেন কর্মকর্তারা। দেশটি আদৌ হামলা চালাবে কি না, তা নিয়ে ওয়াশিংটনের ভেতরেই বিভক্তি রয়েছে। হামলার বিষয়টি যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার অগ্রগতির ওপর নির্ভর করবে বলে ধারণা করা হচ্ছে।

মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা বলছেন, সম্প্রতি ইসরায়েলের সামরিক তৎপরতা, প্রকাশ্য ও গোপন বার্তা এবং সামরিক মহড়াগুলো ইরানের দিকে সামরিক পদক্ষেপের সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। তারা আকাশযুদ্ধে ব্যবহারের উপযোগী সরঞ্জামও মজুত করছে। তবে এটি কেবল কূটনৈতিক চাপ সৃষ্টি করার একটি কৌশলও হতে পারে, যাতে ইরান পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসে।

এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করা এক পশ্চিমা কূটনীতিক জানান, যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহের মধ্যে চুক্তির অগ্রগতি না দেখলে বিকল্প পথ হিসেবে সামরিক পদক্ষেপ বিবেচনা করবে। যদিও হোয়াইট হাউস এখনো কূটনীতিকে প্রধান মাধ্যম হিসেবে ধরে রেখেছে।

সাবেক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা জোনাথন পানিকফ মন্তব্য করেন, ইসরায়েল বর্তমানে কৌশলগত দ্বিধায় রয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু যেমন চায় না যে, যুক্তরাষ্ট্র একটি দুর্বল চুক্তি করুক, তেমনি ট্রাম্পের বিরাগভাজন হওয়াও তার জন্য অগ্রহণযোগ্য। পানিকফের মতে, ইসরায়েল একতরফা হামলা চালানোর আগে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিষ্কারভাবে বুঝতে চাইবে। তবে একাধিক সূত্র জানায়, যদি ট্রাম্প প্রশাসনের চুক্তি ইসরায়েলের দৃষ্টিতে ‘অসম্পূর্ণ’ বা ‘অগ্রহণযোগ্য’ হয়, তাহলে তেলআভিভ একতরফা সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত থাকবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post