পোপের অভিষেকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী

Saudi foreign minister at pope's inauguration

ভ্যাটিকানে সদ্য নির্বাচিত পোপ লিও চতুর্দশের অভিষেক অনুষ্ঠানে অংশ নিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের। তিনি সৌদি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন।

রোববার (১৮ মে) এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি, যা আরব নিউজে প্রকাশিত হয়। ঐদিন সেন্ট পিটার্স স্কয়ারে আয়োজিত এক আনুষ্ঠানিক আয়োজনে নতুন পোপের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়।

পোপ লিও চতুর্দশ দুপুরে একটি সাদা পোপ মোবাইলে চড়ে সেন্ট পিটার্স স্কয়ারে এসে উপস্থিত হন এবং সেখানে সমবেত জনতাকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে পোপ হিসেবে তার দায়িত্ব পালনের সূচনা করেন।

Afp 20250518 476l39k v1 highres vaticanmassinaugurationpope

অনুষ্ঠানে এক কার্ডিনালের কাছ থেকে তিনি ‘ফিশারম্যান’ আংটি গ্রহণ করেন, যা পোপীয় দায়িত্বের ঐতিহ্যবাহী প্রতীক। আংটিটি খ্রিস্টধর্মের প্রথম পোপ সেন্ট পিটারের স্মরণে প্রদান করা হয়, যিনি পেশায় একজন জেলে ছিলেন। এছাড়া, পোপ লিও একটি ‘প্যালিয়াম’ পরিধান করেন, যা তাকে একজন আত্মিক পথপ্রদর্শক ও ধর্মীয় রাখাল হিসেবে নির্দেশ করে।

এই ঐতিহ্যবাহী অভিষেক অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত প্রিন্স ফয়সাল বিন সাত্তাম বিন আব্দুল আজিজ। ভ্যাটিকানের সঙ্গে আন্তধর্মীয় সংলাপ ও কূটনৈতিক সম্পর্ক জোরদারে সৌদি অংশগ্রহণকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post