যুক্তরাষ্ট্র থেকে ২১০টি বিমান কিনবে কাতার

Qatar to buy 210 planes from us

কাতার এয়ারওয়েজ যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে ২১০টি বিমান কেনার জন্য একটি চুক্তি স্বাক্ষর করেছে। বুধবার কাতারের রাজধানী দোহায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি এই চুক্তিতে স্বাক্ষর করেন।

ট্রাম্প প্রথমে চুক্তিটি ১৬০টি বিমানের জন্য এবং এর মূল্য ২০০ বিলিয়ন ডলার বলে উল্লেখ করলেও, পরে হোয়াইট হাউস জানায় যে এটি ২১০টি বিমানের জন্য এবং এর মূল্য ৯৬ বিলিয়ন ডলার। এই চুক্তিতে এমকিউ-৯বি ড্রোনের জন্য একটি ‘অফার অ্যান্ড অ্যাকসেপ্টেন্স’ চিঠিও অন্তর্ভুক্ত ছিল।

ট্রাম্প কাতারের আমিরকে একজন অসাধারণ ব্যক্তি হিসেবে উল্লেখ করেন এবং বন্ধুত্বের জন্য ধন্যবাদ জানান।

কাতার সফর ছিল ট্রাম্পের উপসাগরীয় অঞ্চলের সফরের দ্বিতীয় ধাপ। এর আগে তিনি সৌদি আরব সফর করেন এবং ইসরাইলকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার জন্য আব্রাহাম অ্যাকর্ডসে যোগ দেওয়ার আহ্বান জানান। ট্রাম্প এটিকে মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার পথে একটি ‘ঐতিহাসিক পদক্ষেপ’ এবং তার জন্য ‘ব্যক্তিগত সম্মানের বিষয়’ হিসেবে উল্লেখ করেন।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post