যুক্তরাষ্ট্র ও কাতারের মধ্যে লাখো কোটি ডলারের চুক্তি সই

Us, qatar sign multi billion dollar deals

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বেশ কয়েকটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, এই চুক্তিগুলোর আওতায় প্রায় ১ লাখ ২০ হাজার কোটি ডলারের অর্থনৈতিক লেনদেন হবে বলে আশা করা হচ্ছে।

মধ্যপ্রাচ্য সফরে থাকা ট্রাম্প, সৌদি আরব সফর শেষে কাতারে পৌঁছালে আমির শেখ তামিম তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। এরপর দুই নেতার বৈঠকে এই চুক্তিগুলো স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন প্রতিরক্ষা চুক্তি এবং কাতার এয়ারওয়েজ কর্তৃক বোয়িং থেকে ২১০টি উড়োজাহাজ কেনার চুক্তি, যার মূল্য ৯ হাজার ৬০০ কোটি ডলার। এছাড়াও, কাতার আল উদিদ বিমানঘাঁটি এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ৩ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের একটি ইচ্ছাপত্রও স্বাক্ষর করেছে।

শেখ তামিম বলেন, ট্রাম্পের কাতার সফর দোহা ও ওয়াশিংটনের সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে।

অন্যদিকে, মার্কিন, তুর্কি ও সিরীয় কর্মকর্তারা সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে আলোচনা করবেন। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর আজ সংযুক্ত আরব আমিরাত সফরের মাধ্যমে শেষ হবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post