যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার ওপর থেকে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। এই ঘোষণায় সিরিয়ার বিভিন্ন প্রান্তে জনগণের মধ্যে ব্যাপক আনন্দ দেখা গেছে।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল শারা’র সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, এই বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে নতুন সম্পর্কের শুরু হবে বলে আশা করা হচ্ছে।
নিষেধাজ্ঞার কারণে সিরিয়ায় ত্রাণ সহায়তা ও বৈদেশিক আর্থিক লেনদেন বন্ধ ছিল। ট্রাম্প জানান, তার নীতি পরিবর্তনের ফলে সিরিয়ার সামনে একটি ‘বিশাল সুযোগ’ তৈরি হয়েছে।
আরও পড়ুন
রিয়াদে এক সম্মেলনে ট্রাম্প বলেন, এখন সিরিয়ার ঘুরে দাঁড়ানোর সময়। এই সিদ্ধান্ত দেশটিকে স্থিতিশীল ও আত্মনির্ভরশীল করবে। সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল শাইবানি জানান, এই সিদ্ধান্ত পুনর্গঠনে সহায়ক হবে।
উল্লেখ্য, সিরিয়ার ৯০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর গঠিত নতুন সরকার নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আন্তর্জাতিক মহলে চেষ্টা চালিয়ে আসছিল।
নতুন সরকার আন্তর্জাতিক আইন মান্য করবে এবং আগের অপরাধের দায় বর্তমান প্রশাসনের নয় বলে জানান আহমেদ আল শারা। নিষেধাজ্ঞা প্রত্যাহার সিরিয়াকে বৈশ্বিক সম্পর্ক পুনঃস্থাপনে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।