আওয়ামী লীগের ওপর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নিষেধাজ্ঞা মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে আলোচিত হয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা বাংলাদেশের কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলকে সমর্থন করে না।
একইসঙ্গে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি মুক্ত ও গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সবার জন্য ন্যায়সংগত ও স্বচ্ছ বিচার প্রক্রিয়া চায়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট এই কথা জানান।
ব্রিফিংয়ে একজন প্রশ্নকর্তা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের বক্তব্য জানতে চান। জবাবে পিগট বলেন, যুক্তরাষ্ট্র অবগত যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে তাদের বিরুদ্ধে বিশেষ ট্রাইব্যুনালের রায় না আসা পর্যন্ত সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করেছে।
আরও পড়ুন
পিগট আরও বলেন, যুক্তরাষ্ট্র মতপ্রকাশ, শান্তিপূর্ণ সমাবেশ ও সংগঠন করার স্বাধীনতা রক্ষার জন্য সব দেশের প্রতি আহ্বান জানায়, যার মধ্যে বাংলাদেশও রয়েছে।
আরেকটি প্রশ্নে, একজন প্রশ্নকর্তা অভিযোগ করেন যে বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা সন্ত্রাসী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সাথে বৈঠক করেছেন এবং সরকার কাশ্মির ইস্যুতে সহিংসতা উস্কে দেওয়া রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের সমর্থন করছে। জবাবে পিগট বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের সাথে তাদের ৫০ বছরের অংশীদারিত্বকে মূল্য দেয় এবং এই অংশীদারিত্ব আরও গভীর করতে আগ্রহী।