যুক্তরাজ্যে বসবাসরত প্রায় ছয় লাখ পঞ্চাশ হাজার বাংলাদেশি প্রবাসী রাজনীতি, ব্যবসা, শিক্ষা ও প্রযুক্তির মতো খাতে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। বিশ্বব্যাপী প্রভাবশালী এই ডায়াস্পোরা সম্প্রদায়ের সঙ্গে বাংলাদেশের উন্নয়নকে আরও সুসংহত ও ফলপ্রসূ করতে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অক্সফ্যাম ‘ব্রিজ টু বাংলাদেশ’ নামে একটি নতুন প্ল্যাটফর্ম চালু করেছে।
শনিবার (২৪ মে) লন্ডনে আয়োজিত এক অনুষ্ঠানে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি বলেন, “আমাদের প্রবাসীরা কেবল রেমিট্যান্স পাঠান না, বরং সংকটময় সময়ে বাংলাদেশের পাশে থেকে সহযোদ্ধার ভূমিকা পালন করেছেন। ‘ব্রিজ টু বাংলাদেশ’ উদ্যোগের মাধ্যমে তাদের সম্পৃক্ততা ভবিষ্যতের উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখবে।”
অক্সফ্যাম জানিয়েছে, এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য হচ্ছে প্রবাসীদের জ্ঞান, বিনিয়োগ, দক্ষতা ও প্রচার প্রচেষ্টাকে বাংলাদেশের জাতীয় অগ্রাধিকারের সঙ্গে যুক্ত করা। এর মধ্যে রয়েছে জলবায়ু সহনশীলতা, লিঙ্গ সমতা, মানবিক সহায়তা এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন—যেখানে প্রবাসীদের অবদান হতে পারে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি।
আরও পড়ুন
অনুষ্ঠানে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস পলা এই উদ্যোগকে সময়োপযোগী উল্লেখ করে বলেন, “সামষ্টিক উন্নয়নের জন্য প্রবাসীদের সম্পৃক্ততা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এ ধরনের প্ল্যাটফর্ম সেই প্রয়াসকে কাঠামোবদ্ধ করে।”
সোয়াস ইউনিভার্সিটি অব লন্ডনের অধ্যাপক নাওমি হোসাইন বলেন, “উন্নয়নের জন্য প্রবাসীদের সম্মান ও মর্যাদার ভিত্তিতে সম্পৃক্ত করাই হবে টেকসই অগ্রগতির প্রধান শর্ত।” তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের সংযোগ অবশ্যই ন্যায়ের ভিত্তিতে প্রতিষ্ঠিত হওয়া উচিত।
এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেশের উন্নয়ন কর্মকাণ্ডের সেতুবন্ধন আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।