গ্রিসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে দূতাবাসের কনস্যুলার সেবা

Embassy's consular services to victims of fires in greece

গ্রিসের ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এগিয়ে এসেছে এথেন্সস্থ বাংলাদেশ দূতাবাস। ১৮ ও ১৯ মে, দুই দিনব্যাপী ‘ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা’ চালু করে দূতাবাসের একটি প্রতিনিধি দল। তারা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ম্যানোলাদা এলাকায় পৌঁছে সেবা কার্যক্রম পরিচালনা করেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন।

প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন দূতাবাসের প্রথম সচিব রাবেয়া বেগম। এ সময় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের মাঝে বস্ত্র ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়। দূতাবাসের পক্ষ থেকে দিনব্যাপী খাবারেরও আয়োজন করা হয়, যা প্রবাসীদের মাঝে কিছুটা স্বস্তি এনে দেয়।

সেবার আওতায় পাসপোর্ট নবায়ন ও বিতরণ, জন্মনিবন্ধন, বিশেষ আইনগত পরামর্শ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে নিবন্ধনসহ নানা কনস্যুলার সেবা দেওয়া হয়। এতে করে প্রবাসীদের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়। তারা দূতাবাসের এমন উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ সেবা অব্যাহত থাকবে, যাতে দূরবর্তী অঞ্চলে থাকা প্রবাসীরাও সহজে সরকারি সেবা পেতে পারেন।

অগ্নিকাণ্ডের পরপরই গ্রিসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা স্থানীয় প্রশাসন ও বিভিন্ন বেসরকারি সংগঠনের সঙ্গে যোগাযোগ করে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি ত্রাণ সহায়তা নিশ্চিত করেন। এ ছাড়াও ঘটনাটি তাৎক্ষণিকভাবে ঢাকাস্থ পররাষ্ট্র, প্রবাসী কল্যাণ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অবহিত করা হয়।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city web post