নিজ দেশেই নিষিদ্ধ সোনু নিগম

Sonu nigam banned in his own country

বেফাঁস মন্তব্যের জন্য বলিউড গায়ক সোনু নিগমকে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে নিষিদ্ধ করা হয়েছে।

জানা যায়, বেঙ্গালুরুর একটি কলেজের অনুষ্ঠানে কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করলে সোনু পহেলগামের প্রসঙ্গ টেনে ভক্তকে তিরস্কার করেন। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হলে কর্ণাটক ফিল্ম চেম্বার অব কমার্স গায়ককে নিষিদ্ধ করে।

‘কুলাদাল্লি কিলিয়াভুডো’ সিনেমার নির্মাতা কে রামনারায়ণ জানান, সোনু নিগমের মন্তব্য কন্নড়দের অপমান করেছে, যা তারা মেনে নিতে পারেননি। তাই সিনেমা থেকে তার গান সরিয়ে দেওয়া হয়েছে।

সিনেমাটির প্রযোজক সন্তোষ কুমার জানান, সোনু নিগমের গাওয়া ‘মনসু হাডতাদে’ গানটি এক মাস আগে মুক্তি পেলেও এখন সেটি সরিয়ে নতুন করে তৈরি করা হবে। গানটি গাওয়ার জন্য গায়ক চেতনকে বেছে নেওয়া হয়েছে।

প্রযোজক সন্তোষ কুমার আরও জানান, ভবিষ্যতে সোনু নিগমের সঙ্গে তিনি বা কন্নড় ইন্ডাস্ট্রি আর কোনো কাজ করবে না।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city web post