সর্বশেষ

বিমানবন্দরে পুলিশ কর্মকর্তাকে চড়, গ্রেপ্তার নারী কর্মী

বিমানবন্দরে পুলিশ কর্মকর্তাকে চড়, গ্রেপ্তার নারী কর্মী

নিরাপত্তা স্ক্রিনিং নিয়ে বিবাদের জেরে একজন পুলিশকে চড় মেরেছেন স্পাইসজেট এয়ারলাইনের এক কর্মী। বৃহস্পতিবার (১১ জুলাই) জয়পুর বিমানবন্দরে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভির।

এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তকে। তবে তার পাশে দাঁড়িয়েছে বিমান সংস্থাটি। তাদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই পুলিশ কর্মকর্তাই খারাপ আচরণ করেছেন তাদের নারী কর্মীর সঙ্গে।

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) কর্মকর্তাদের মতে, অনুরাধা রানী নামের ওই স্পাইসজেট কর্মী ভোর ৪টার দিকে অন্যান্য কর্মীদের সঙ্গে বিমানবন্দরে প্রবেশ করার সময় তাকে আটকান দায়িত্বরত সহকারী সাব ইন্সপেক্টর গিরিরাজ প্রসাদ। ওই গেট দিয়ে তার প্রবেশের বৈধ অনুমতি না থাকায় তাকে থামান গিরিরাজ।

এয়ারলাইন্সের ক্রুদের জন্য আলাদা প্রবেশ পথে তাকে স্ক্রিনিং করার জন্য বলা হয়। কিন্তু সেই সময়ে সেখানে কোনো নারী সিআইএসএফ কর্মী উপস্থিত ছিলেন না।

জয়পুর বিমানবন্দর স্টেশনের হাউস অফিসার রাম লাল বলেন, অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর তারপর একজন নারী সহকর্মীকে নিরাপত্তা চেক সম্পূর্ণ করার জন্য ডাকেন কিন্তু ততক্ষণে তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়। এক পর্যায়ে ওই এয়ারলাইন কর্মী সহকারী সাব-ইন্সপেক্টরকে থাপ্পড় মারেন।

স্পাইসজেটের একজন মুখপাত্রের অফিসিয়াল বিবৃতি অনুসারে, তাদের কর্মী অনুরাধার বৈধ এয়ারপোর্ট এন্ট্রি পাস ছিল। সংস্থাটি আরও অভিযোগ করেছে যে তাদের কর্মীর সঙ্গে অসভ্য ও অগ্রহণযোগ্য ভাষায় কথা বলেছেন ওই সহকারী সাব ইন্সপেক্টর। ডিউটি শেষ করে তাকে ওই তিনি বাসায় ডেকেছেন বলেও অভিযোগ করেছেন তারা।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup