সর্বশেষ

পাতালরেলে ঘুমন্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যা

পাতালরেলে ঘুমন্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির পাতালরেলে ঘুমন্ত এক নারীকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার (২২ ডিসেম্বর) সকালে ব্রুকলিনের কনি আইল্যান্ড-স্টিলওয়েল অ্যাভিনিউ সাবওয়ে স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ঘটনার শিকার নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, ওই নারী ট্রেনের ভেতরে স্থির হয়ে বসে ছিলেন। তখন এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি হঠাৎ তার কাছে গিয়ে লাইটার দিয়ে তার পরনের কাপড়ে আগুন ধরিয়ে দেন। আগুন ধরানোর আগে তাদের মধ্যে কোনো কথা বা বিবাদ হয়নি। তদন্তে জানা গেছে, তারা আগে থেকে পরিচিত ছিলেন বলেও মনে করছে না পুলিশ।

পুলিশ ও স্টেশনে উপস্থিত টহল কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং অগ্নিনির্বাপণ যন্ত্র ব্যবহার করে আগুন নেভান। তবে ততক্ষণে ওই নারী মারা যান। জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই অভিযুক্ত ব্যক্তি ট্রেন থেকে নেমে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঘটনাস্থলের কাছাকাছি একটি বেঞ্চে ধূসর হুডি পরা এক ব্যক্তি বসে আছেন। এই পোশাক পরে থাকা একজনকে পরে পুলিশ গ্রেফতার করে।

পুলিশ জানায়, সন্দেহভাজন ওই ব্যক্তিকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে এই হামলা, তা এখনো স্পষ্ট নয়। ঘটনার শিকার নারীর পরিচয় শনাক্ত এবং হামলার মোটিভ উদঘাটনে তদন্ত চলছে।

নিউইয়র্ক পুলিশের তথ্যমতে, পাতালট্রেনে সহিংস অপরাধ তুলনামূলকভাবে বিরল। ২০২৪ সালের নভেম্বর পর্যন্ত পাতালরেলে নয়টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, যা ২০২৩ সালের একই সময়ের পাঁচটি হত্যাকাণ্ডের তুলনায় বেশি। নিউইয়র্কের ব্যস্ত পাতালট্রেনে প্রতিদিন গড়ে ৪০ লাখ যাত্রা হয়।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup