সর্বশেষ

সেনাবহরে সন্ত্রাসীদের অতর্কিত হামলা, নিহত ১১ সেনা

Terrorists ambush army convoy, 11 soldiers killed

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররাম জেলায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় দেশটির সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট কর্নেল ও একজন মেজর রয়েছেন। বুধবার (৮ অক্টোবর) নিরাপত্তা সূত্রের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। হামলার দায় স্বীকার করেছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)।

নিরাপত্তা কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানায়, রাস্তার পাশে পুঁতে রাখা বোমা প্রথমে সেনাবাহিনীর কনভয় লক্ষ্য করে বিস্ফোরিত হয়। এরপর সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ শুরু করে। উত্তরপূর্বাঞ্চলীয় কুররাম জেলার ওই এলাকায় সংঘটিত এই হামলায় সেনাদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, নিহত সদস্যরা পার্শ্ববর্তী ওরাকজাই জেলার এক অভিযানে অংশ নিয়েছিলেন। সেই অভিযানে ১৯ জন জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে সেনাবাহিনী। তবে টিটিপি জানিয়েছে, তাদের যোদ্ধারাই সরাসরি কনভয়ে হামলা চালিয়েছে।

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার হার আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। এসব হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলো।

রয়টার্স আরও জানিয়েছে, টিটিপি পাকিস্তান সরকারকে উৎখাত করে কঠোর ইসলামি শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এসব হামলা চালাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা গ্রহণের পর থেকেই আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে জঙ্গি কর্মকাণ্ডের মাত্রা দ্রুত বেড়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup