মালদ্বীপে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক বাংলাদেশি প্রবাসী শ্রমিক। রাজধানী মালে’র এমপিএল বন্দরে কাজ করার সময় ল্যান্ডিং ক্র্যাফট উল্টে পানিতে পড়ে মৃত্যুবরণ করেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার মো. মাসুদ হোসেন (৩২)। রবিবার (২ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের মসজিদবাড়ির সুফিয়া বেগমের ছেলে।
ঘটনার পর সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান একেএম মজিবুর রহমান। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় এমপিএল বন্দরের একটি জাহাজে কাজ করছিলেন মাসুদসহ কয়েকজন শ্রমিক। কাজের একপর্যায়ে হঠাৎ ল্যান্ডিং ক্র্যাফটটি উল্টে গেলে সবাই সাঁতরে জাহাজে উঠতে সক্ষম হলেও মাসুদ নিচে আটকে পড়ে পানিতে ডুবে যান। সহকর্মীরা উদ্ধার অভিযান চালালেও শেষ পর্যন্ত তাকে জীবিত পাওয়া যায়নি।
আরও
নিহতের স্বজনরা জানান, ছোটবেলায় মাসুদের বাবা নিখোঁজ হয়ে যান। মা সুফিয়া বেগম একাই কষ্ট করে তাকে বড় করে তোলেন। ছয় বছর আগে ধার-দেনা করে মাসুদ জীবিকার সন্ধানে মালদ্বীপে যান। কঠোর পরিশ্রমে তিনি পরিবারের ঋণ শোধ করে বাড়ির জন্য জমি কিনেছিলেন। এ বছরের শুরুতে দেশে এসে মাসুদ বিয়ে করেন। মাত্র আট-নয় মাসের সংসার শেষে এই দুর্ঘটনা পরিবারের সব আনন্দ কেড়ে নিয়েছে।
মাসুদের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজনরা মরদেহ দ্রুত দেশে আনার দাবি জানিয়েছেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বিষয়টি নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানা গেছে।











