মালদ্বীপের রাজধানী মালেতে অবৈধ অভিবাসী ও ব্যবসায়িক কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে ইমিগ্রেশন টাস্ক ফোর্স। সম্প্রতি রাজধানীর শারিওয়ার্দী রোড এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে ৪৪ জন বিদেশিকে তল্লাশি করা হয়, যার মধ্যে ছয়জনকে অবৈধ ব্যবসা পরিচালনার অভিযোগে আটক করা হয়েছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ এক্স (পূর্বে টুইটার)–এ এক বিবৃতিতে জানায়, রাজধানী মালেসহ দেশের বিভিন্ন অঞ্চলে অবৈধ অভিবাসন ও অননুমোদিত ব্যবসায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চলছে। এসব অভিযানের লক্ষ্য হলো বিদেশি নাগরিকদের মধ্যে বৈধ কর্মসংস্থান ও ব্যবসার নিয়মনীতি নিশ্চিত করা।

আরও
অভিযান চলাকালে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিবাসন ও ব্যবসা সংক্রান্ত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। তদন্ত শেষে তাদের কেউ কেউকে দেশ থেকে বহিষ্কার করা হতে পারে।
মালদ্বীপের পুলিশ কমিশনার ইসমাইল নবীন বলেন, “দেশে অবৈধ অভিবাসীদের কোনো স্থান নেই। যারা অবৈধভাবে প্রবেশ করে বা কাজ করছে, তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইমিগ্রেশন কর্তৃপক্ষ যৌথভাবে এসব অভিযান চালিয়ে যাচ্ছে।


সরকারের ঘোষণা অনুযায়ী, বর্তমান মেয়াদের প্রথম তিন বছরের মধ্যেই অবৈধ অভিবাসন সমস্যার স্থায়ী সমাধান করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে দেশজুড়ে নজরদারি ও আইন প্রয়োগ আরও জোরদার করা হচ্ছে।











