সর্বশেষ

মালয়েশিয়ায় কিশোরীকে ‘ধর্ষণের’ অভিযোগে বাংলাদেশি গ্রেফতার

Bangladeshi youth arrested for 'raping' teenager in Malaysia

মালয়েশিয়ায় ১৬ বছর বয়সি এক কিশোরীকে যৌন নির্যাতনের অভিযোগে ৩১ বছর বয়সি এক বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ। দেশটির কর্তৃপক্ষ জানায়, সোমবার (৮ ডিসেম্বর) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়। অভিযোগ দায়েরের পর চিকিৎসা পরীক্ষায় জানা গেছে, ভুক্তভোগী কিশোরী বর্তমানে সাত মাসের অন্তঃসত্ত্বা।

পুলিশ সূত্রের তথ্যমতে, গ্রেপ্তার যুবক নেগারি সেম্বিলান রাজ্যের তামান সেমারাক এলাকায় একটি মুদি দোকানে কর্মরত ছিলেন। একই দোকানে কর্মরত ওই কিশোরীর সঙ্গে তার পরিচয় গড়ে ওঠে। এ বছরের ৩০ এপ্রিল কিশোরীর শারীরিক পরিবর্তনে সন্দেহ হলে তার মা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে পরীক্ষার পর গর্ভধারণের বিষয়টি নিশ্চিত হলে পরিবার অভিযোগ দায়ের করে।

নিলাই জেলা পুলিশ সুপার জোহরি ইয়াহইয়া জানান, অভিযোগ প্রকাশিত হওয়ার পর অভিযুক্ত ব্যক্তি মালয়েশিয়া ত্যাগ করে বাংলাদেশে পালিয়ে যান। দীর্ঘ কয়েক মাস পর মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের চেষ্টা করলে বিমানবন্দরের আগমন হলে আগে থেকেই সতর্ক থাকা পুলিশ তাকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক স্বীকার করেছেন যে মুদি দোকানে কাজ করার সময় তিনি ভুক্তভোগী কিশোরীকে একাধিকবার যৌন নির্যাতন করেছেন। পুলিশের ভাষ্য অনুযায়ী, এ ধরনের অপরাধ মালয়েশিয়ার আইনে গুরুতর শাস্তিযোগ্য।

বাংলাদেশি ওই ব্যক্তিকে রিমান্ডে নেওয়ার আবেদন করতে মঙ্গলবার সেরেম্বান ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে। ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ান পুলিশ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup