সর্বশেষ

মালয়েশিয়ায় কর্মস্থলে মাটি ধসে বাংলাদেশি শ্রমিকের মৃত্যু

Bangladeshi worker dies in landslide in malaysia

মালয়েশিয়ার সেপাং–সাইবারসাউথ এলাকায় একটি নির্মাণ প্রকল্পের কাজের সময় মাটি ধসে এক বাংলাদেশি ঠিকাদারি শ্রমিক নিহত হয়েছেন এবং আরও একজন আহত হয়েছেন। ঘটনাটি মঙ্গলবার বিকেলে ঘটে।

সেলাঙ্গর অগ্নি ও উদ্ধার বিভাগ (JBPM)-এর অপারেশন শাখার সহকারী পরিচালক আহমাদ মুখলিস মুখতার জানিয়েছেন, বিকেল ৪টা ১৯ মিনিটে জরুরি কল পাওয়া মাত্রই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পাঠানো হয়।

বিকেল ৪টা ২৭ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, ভূমিধসে দুইজন পুরুষ শ্রমিক জড়িত ছিলেন। তাদের মধ্যে একজন মাটির নিচে চাপা পড়ে যান, যার ফলে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান। অপরজন আহত হন এবং তাকে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

দেংকিল অগ্নি ও উদ্ধার কেন্দ্র (BBP) থেকে ছয়জন কর্মকর্তা ও সদস্য একটি উদ্ধারযান নিয়ে ঘটনাস্থলে পৌঁছে তৎপর উদ্ধার অভিযান পরিচালনা করেন। কর্তৃপক্ষ আহত শ্রমিকের সঠিক অবস্থা ও নিহতের পরিচয় নিশ্চিত করেছেন।

প্রতিষ্ঠানটি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সতর্কতা বাড়ানোর জন্য নির্দেশনা দিয়েছে এবং নির্মাণ ক্ষেত্রগুলিতে নিরাপত্তা মান বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেছে।

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post