মালয়েশিয়ার কেলান্তান রাজ্যে যৌথ অভিযানে ২৪ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ ও সড়ক পরিবহন কর্তৃপক্ষ (জেপিজে)। আটক ব্যক্তিদের মধ্যে ছয়জন বাংলাদেশি নাগরিকও রয়েছেন।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে মেনতারা এনফোর্সমেন্ট স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে সকাল ৮টায় শুরু হওয়া অভিযানে দুই প্রতিষ্ঠানের মোট ৪০ জন কর্মকর্তা অংশ নেন। অভিযান চলাকালে বিদেশিদের মালিকানাধীন কয়েকটি যানবাহনও জব্দ করা হয়।
কেলান্তান ইমিগ্রেশন বিভাগের এক বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ছয় বাংলাদেশি (পাঁচ পুরুষ ও এক নারী), পাঁচ ভারতীয়, দুজন পাকিস্তানি, দুজন মিয়ানমারের নাগরিক, আট ইন্দোনেশীয় (এক পুরুষ ও সাত নারী) এবং এক ভারতীয় নারী।
আরও
আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তানাহ মেরাহ ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ অভিবাসী শনাক্তে অভিযান আরও জোরদার করা হবে।
বিবৃতিতে সাধারণ মানুষকে সতর্ক করে বলা হয়েছে, কেউ অবৈধ অভিবাসীদের আশ্রয় বা সহায়তা দিলে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।











