সর্বশেষ

অনলাইন ভিসা প্রতারক চক্রের মূল হোতা গ্রেফতার

Mastermind of online visa fraud ring arrested

নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিসা প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ প্রতারক চক্রের মূল হোতা সোহেল রানা বাবু ওরফে সেলসেলা বাবুকে (২৫) গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) ভোরে খালিসা ধুলিয়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ডিবি।

ডিবি জানায়, গত ৯ ডিসেম্বর সিলেটের বালাগঞ্জ উপজেলার নিজাম উদ্দিনসহ মোট ৮৫ জন ভুক্তভোগী অভিযোগ করেন যে, অনলাইনে ভিসার আশ্বাস দিয়ে প্রতারক চক্রটি প্রায় ১ কোটি ২৭ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে প্রতারণার সুস্পষ্ট প্রমাণ পাওয়ার পর পুলিশ পরিদর্শক আকতার হোসেনের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে সোহেল রানার বাড়ির পেছনের একটি কক্ষ থেকে ১৯টি জাল পাসপোর্ট, অর্থ লেনদেনের খাতা, সিডনি–ভিত্তিক প্রতিষ্ঠানের জাল আইডি কার্ড, ‘আব্দুর রাজ্জাক’ নামে আরেকটি আইডি কার্ড, কানাডার ১০০০, ৫০০ ও ১০০ ডলারের জাল নোটের বান্ডিলসহ বিভিন্ন দেশের আরও দুটি জাল মুদ্রার বান্ডিল উদ্ধার করা হয়। এছাড়া প্রতারণায় ব্যবহৃত একটি ল্যান্ডফোন সেটও জব্দ করা হয়।

জিজ্ঞাসাবাদে সোহেল রানা স্বীকার করেছে যে, সহযোগীদের সঙ্গে মিলে ভিসা প্রদানের প্রলোভন দেখিয়ে বিকাশ, নগদ ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। পাশাপাশি জাল মুদ্রা তৈরি, সংরক্ষণ ও ব্যবহারসহ একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডের কথাও সে স্বীকার করেছে।

ডিবি জানায়, অভিযানের সময় পুলিশকে ভয়ভীতি প্রদর্শন ও সরকারি কাজে বাধা দেওয়া চেষ্টা করায় পলাতক অন্যান্য সহযোগীদের বিরুদ্ধে পৃথক মামলার প্রক্রিয়া চলছে। কর্তৃপক্ষ মনে করছে, চক্রটি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে প্রতারণা চালিয়ে আসছিল।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup