সুইডেনে কাজের ভিসার আবেদনে জাল কাগজপত্র জমা দেওয়ার বিষয়ে সতর্কবার্তা দিয়েছে ঢাকায় সুইডেনের দূতাবাস। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দূতাবাসের সরকারি ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এই সতর্কতা জানানো হয়।
দূতাবাস জানায়, সম্প্রতি ঢাকায় সুইডেন দূতাবাস এবং দেশটির মাইগ্রেশন এজেন্সি লক্ষ্য করেছে, সুইডেনে চাকরির জন্য জাল নিয়োগপত্র ও ভুয়া কাগজপত্রের পরিমাণ বাড়ছে। আবেদনকারীদের সতর্ক করে বলা হয়, সুইডেনে আবাসিক বা কর্ম ভিসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার একমাত্র সংস্থা হলো সুইডিশ মাইগ্রেশন এজেন্সি— অন্য কেউ নয়। তাই ভুয়া প্রস্তাব বা অবৈধ মধ্যস্থতাকারীর মাধ্যমে প্রতারণার শিকার না হওয়ার পরামর্শ দেওয়া হয়।
এর আগে গত ৬ মে দূতাবাস ভিসা আবেদনে জাল বা কারসাজি করা নথি না দেওয়ার আহ্বান জানিয়েছিল। সে সময় জানানো হয়, আবেদনকারীদের অবশ্যই মূল নথি জমা দিতে হবে, অন্যথায় ভিসা আবেদন তাৎক্ষণিকভাবে বাতিল করা হবে। তাছাড়া, যদি কেউ ভুয়া বা জাল নথি জমা দেয়, তবে সেই তথ্য শেনজেন অঞ্চলের সব সদস্য দেশ জানবে, যা ভবিষ্যতে ভিসা পাওয়ার সুযোগও নষ্ট করবে।
আরও
সুইডিশ দূতাবাসের পাশাপাশি ঢাকায় জার্মান দূতাবাসও সম্প্রতি ভিসা আবেদনকারীদের জন্য নির্দেশনা জারি করেছে। এক বার্তায় তারা জানায়, যেসব আবেদনকারীর নামের একটিই শব্দ রয়েছে, তাদের জার্মান ভিসা ফরমে নামের প্রথম ও শেষ অংশে একই নাম উল্লেখ করতে হবে, যেন নথিপত্র যাচাই প্রক্রিয়ায় বিভ্রান্তি না হয়।
দূতাবাসগুলোর এ সতর্কবার্তা ইঙ্গিত করছে, সাম্প্রতিক সময়ে ইউরোপমুখী কর্মসংস্থান ভিসার ক্ষেত্রে প্রতারণা ও জালিয়াতির প্রবণতা বাড়ছে। ফলে আবেদনকারীদের সতর্ক থেকে শুধুমাত্র বৈধ ও যাচাইকৃত তথ্য ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে।










