সর্বশেষ

বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি

বিয়ে করেছেন নারী উদ্যোক্তা তনি

দেশের আলোচিত নারী উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম ইনফ্লুয়েন্সার রোবাইয়াত ফাতিমা তনি আবারও বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন। তার নতুন স্বামীর নাম মো. সিদ্দিক। সম্প্রতি সিদ্দিকের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একগুচ্ছ ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন তনি। অপরদিকে, সিদ্দিকও নিজের ফেসবুক পেজে স্ত্রীকে ধন্যবাদ জানিয়ে একই ছবি শেয়ার করেছেন।

১২ 11 2501191557

রবিবার দিবাগত রাতে (১৩ অক্টোবর) সিদ্দিক ফেসবুকে লিখেছেন, “আরও একটি বছর পার হলো, কিন্তু মনটা এখনো তরুণ। আমার জন্মদিনটিকে বিশেষ করে তোলার জন্য প্রিয় স্ত্রীকে ধন্যবাদ। তোমায় অনেক ভালোবাসি।” তনি তার পোস্টে লিখেছেন, “জন্মদিনের শুভেচ্ছা। তোমার মতো বিশেষ একজনের জন্য বছরে একটি দিন উদ্‌যাপন যথেষ্ট নয়।”

তনির ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা বরাবরই ছিল তুমুল। গত বছরের ৭ অক্টোবর ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার দ্বিতীয় স্বামী ও ব্যবসায়ী শাহাদাৎ হোসাইন। তাদের বয়সের ব্যবধান নিয়ে তখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তনি।

প্রথম স্বামীর সঙ্গে দাম্পত্য কলহের জেরে তনি বিচ্ছেদ করেন। পরে পারিবারিক আপত্তি উপেক্ষা করে ভালোবেসে বিয়ে করেন শাহাদাৎকে। পরবর্তীতে পরিবারও সেই সম্পর্ক মেনে নেয়।

নতুন এই বিয়ের খবরে তনিকে ঘিরে আবারও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। তবে তনি এবং সিদ্দিক দুজনেই নিজেদের সম্পর্ককে ইতিবাচকভাবে দেখছেন বলে জানিয়েছেন ঘনিষ্ঠ সূত্র।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post