নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়ায় ৭০ বছর বয়সী বৃদ্ধা মমতাজ বেগম হত্যার ঘটনায় তার কথিত নাতনি ফাউজিয়া ও তার স্বামী মিনারুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ অক্টোবর) রাত ১১টার দিকে নাটোর সদর উপজেলার হরিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে নাটোরের পুলিশ সুপার তারিকুল ইসলাম এক সংবাদ সম্মেলনে জানান, নিহত মমতাজ বেগম মৃত ইঞ্জিনিয়ার শফিউল্লাহর স্ত্রী। তার সন্তানরা বাইরে বসবাস করায় দূরসম্পর্কের নাতনি ফাউজিয়া ও তার স্বামী মিনারুল ওই বাড়িতে থাকতেন।
পুলিশ জানায়, ফাউজিয়ার চলাফেরা ও আচরণ নিয়ে মমতাজ বেগমের আপত্তি ছিল। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে বিরোধ হতো। ঘটনার দিন ৫ অক্টোবর রাতে বাগবিতণ্ডার একপর্যায়ে ফাউজিয়া টর্চলাইট দিয়ে আঘাত করে মমতাজকে হত্যা করে। পরে গহনা নিয়ে স্বামী মিনারুলকে সঙ্গে নিয়ে পালিয়ে যায়।
আরও
তদন্তে জানা গেছে, তারা নাটোর শহরের একটি ভাড়া বাসায় আত্মগোপনে ছিলেন। বিক্রি করা গহনার সূত্র ধরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তিন দিন পর তাদের গ্রেপ্তার করা হয়।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, অভিযুক্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।










