সর্বশেষ

ঢাকা বিমানবন্দরে ৬৫ ভরি স্বর্ণসহ দুজন আটক, একজন বেবিচকের কর্মচারী

E0660b55 14ee 4f82 b54e 1826e457f5c9

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বর্ণ চোরাচালানের অভিযোগে ৭৬১ গ্রাম (৬৫.২ ভরি) স্বর্ণালঙ্কারসহ দুই ব্যক্তিকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। আটকরা হলেন মো. কবির হোসেন ও কুদ্দুছ। তাদের মধ্যে কবির হোসেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) বোর্ডিং ব্রিজ অপারেটর হিসেবে কর্মরত।

এপিবিএন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ২টা ২২ মিনিটে বিমানবন্দরের বহির্গমন টার্মিনাল-১ এর সামনে কবির হোসেন গোপনে কুদ্দুছের হাতে একটি ছোট ব্যাগ দেন। এ সময় উপস্থিত যাত্রীদের সন্দেহ হলে হৈচৈ শুরু হয়। পরে টহল পুলিশ এসে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অসংগতিপূর্ণ উত্তর পাওয়ায় তাদের পুলিশ কার্যালয়ে নিয়ে তল্লাশি করা হয়। এ সময় তিনটি ছোট ব্যাগ থেকে চারটি স্বর্ণবারসহ মোট ৭৬১ গ্রাম স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেন, স্বর্ণগুলো বিদেশ থেকে অজ্ঞাত যাত্রীদের মাধ্যমে আনা হয় এবং শুল্ক ফাঁকি দিয়ে দেশে সরবরাহের পরিকল্পনা ছিল। পুলিশ জানিয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিমানবন্দরে সক্রিয় স্বর্ণ চোরাচালান সিন্ডিকেটের সঙ্গে যুক্ত।

আটকদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। এপিবিএনের অপারেশনাল কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “চোরাচালান রোধে বিমানবন্দরে কঠোর নজরদারি অব্যাহত থাকবে।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post