সর্বশেষ

শিশু শান্তি ‘নোবেল’ পুরস্কারে মনোনীত সাতক্ষীরার সুদীপ্ত

Satkhira's sudipta nominated for children's peace 'nobel' prize

সাতক্ষীরার তরুণ সমাজকর্মী সুদীপ্ত দেবনাথ (১৫) শিশুদের ‘নোবেল’ আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার–২০২৫ এর জন্য মনোনীত হয়েছেন। তিনি শিশু সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার ও শিক্ষার উন্নয়নে করা কার্যক্রমের স্বীকৃতিস্বরূপ এই মনোনয়ন পেয়েছেন।

230609 1 1760080185

সুদীপ্ত দেবনাথ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২০২৫ সালে এসএসসি পাশ করেছেন এবং বর্তমানে সাতক্ষীরা সরকারি কলেজে একাদশ শ্রেণিতে অধ্যয়ন করছেন। তিনি মাস্টারপাড়া এলাকার যামিনী কুমার দেবনাথ ও সেজুতি দেবনাথ দম্পতির সন্তান।

নেদারল্যান্ডসের আমস্টারডামে অবস্থিত কিডসরাইটস ফাউন্ডেশন প্রতিবছর শিশু অধিকার রক্ষায় কাজ করা শিশুদের মনোনয়ন দিয়ে থাকে। সুদীপ্ত গত তিন বছর ধরে উপকূলীয় অঞ্চলে শিশু অধিকার নিয়ে কাজ করছেন। তিনি বাল্যবিয়ে, শিশুশ্রম ও শিক্ষাবঞ্চনার বিরুদ্ধে সচেতনতা তৈরি করেছেন।

তার উদ্যোগে বহু বাল্যবিবাহ প্রতিরোধ হয়েছে এবং পরিবারগুলো শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন হয়েছে। সুদীপ্ত অনলাইন ও মাঠপর্যায়ে কর্মশালা, ওয়েবিনার ও ডিজিটাল ক্যাম্পেইনের মাধ্যমে শিশু অধিকার এবং সুরক্ষা বিষয়ে হাজারো মানুষকে জানাচ্ছেন।

মনোনয়ন প্রসঙ্গে সুদীপ্ত দেবনাথ বলেন, “আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের জন্য মনোনীত হয়ে আমি ভীষণ আনন্দিত। ভবিষ্যতে আরও বিস্তৃতভাবে শিশুদের জন্য কাজ করতে চাই।”

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post