ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীতে নৌকাডুবির ঘটনায় এলেম খাঁ (৫০) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে আড়াইসিধা বাজার চারতলা এলাকার মেঘনা নদী থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত এলেম খাঁ ওই এলাকার রহিছ মিয়ার ছেলে। তিনি সম্প্রতি সৌদি আরব থেকে দেশে ফিরেছিলেন। স্থানীয়রা জানান, বিকেলে এলেম খাঁ ও মোক্তার মিয়া একটি ছোট নৌকায় করে মাছ ধরতে যান। কিছুক্ষণের মধ্যে নৌকাটি ডুবে যায়। মোক্তার মিয়া সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও এলেম খাঁ পানিতে তলিয়ে যান।
ঘটনার পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান চালানো হয়। প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সহায়তায় এলেম খাঁর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়।
আরও
আশুগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, নিখোঁজের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালানো হয়। পরে মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
তিনি আরও জানান, ঘটনাটি নিয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে।










