সর্বশেষ

সকালে বিদেশ যাবেন স্বামী, রাতে গলায় ফাঁস দিলেন স্ত্রী!

dead body

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে স্বামীর বিদেশযাত্রার আগের রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন ডালিয়া বেগম (১৯) নামের এক গৃহবধূ। শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার সকালে স্বামী আজমাইন হোসেনের সৌদি আরব যাওয়ার কথা ছিল। তিনি ওই গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একজন বাসিন্দা। দুই বছর আগে পারিবারিকভাবে আজমাইন হোসেনের সঙ্গে ডালিয়ার বিয়ে হয়।

স্থানীয়রা জানান, বিদেশ যাওয়ার প্রস্তুতির অংশ হিসেবে শুক্রবার রাতে স্বামী-স্ত্রী একসঙ্গে বাজার করে আনেন। পরে রাতের খাবার শেষে ঘুমাতে যান তারা। কিন্তু গভীর রাতে আজমাইন হোসেন দেখতে পান, ডালিয়া ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে ঝুলছেন। খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নাসিরনগর থানার ওসি আজহারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Japan slim gif (1)
Probashir city web post