রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর এলাকায় এক প্রবাস ফেরত যুবক প্রেমঘটিত কারণে আত্মহত্যা করেছেন। নিহত তৌহিদুল ইসলাম প্রকাশ আরিফ (২৬) পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে ভালোবাসার সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে দুই পরিবারের মধ্যে বনিবনা না হওয়ায় তিনি মঙ্গলবার রাতে স্বাভাবিকভাবেই ঘুমাতে যান এবং ভোরে নিজের কক্ষে ফাঁসিতে ঝুলে মারা যান বলে পরিবার দাবি করেছে।
পরিবারের বরাত অনুযায়ী, আরিফ রাতের ভাত খাওয়ার পর মায়ের সঙ্গে প্রেম নিয়ে সংক্ষিপ্ত কথোপকথন করেন। এরপর তিনি ঘুমাতে নিজ কক্ষে যান। ভোরে রুমের দরজা না খোলায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে প্রবেশ করলে তাকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের পিতা আবদুল কুদ্দুস জানান, তাঁর ছেলে প্রবাস থেকে এক বছর আগে দেশে ফিরে রাজমিস্ত্রির কাজ করছিল। পার্শ্ববর্তী গ্রামের মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক থাকলেও দুই পরিবারের মধ্যে বৈষম্য থাকায় সম্পর্ক পূর্ণতা পায়নি। এ কারণে ছোটখাট কথকতাকেও তিনি রাতে ঘুমানোর আগে মায়ের সঙ্গে আলোচনা করেছিলেন।
আরও
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, মরদেহে একাধিক আঘাতের চিহ্ন এবং পায়ে ক্ষত রয়েছে। তবে পিতা মনে করছেন, চেয়ারে দাঁড়িয়ে ফাঁসিতে ঝুলতে গিয়ে এই আঘাত লেগেছে।
রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদার বলেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রেমঘটিত দ্বন্দ্বই আত্মহত্যার মূল কারণ। লাশ ময়নাতদন্তের জন্য থানায় পাঠানো হয়েছে।










