ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে এক চাঞ্চল্যকর ঘটনায় পুত্রবধূর বিরুদ্ধে বৃদ্ধ শাশুড়িকে মারধর করে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ায় বিষয়টি সম্প্রতি প্রকাশ্যে এসেছে। এ ঘটনা ঘটেছে ২৬ জুলাই সকালে পৌরসদরের একটি এলাকায়।
হামলার শিকার বৃদ্ধা শাশুড়ির নাম আম্বিয়া খাতুন (৭০)। তিনি এলাকার মৃত রহিম মিয়ার স্ত্রী ও ৫ ছেলে ও ১ মেয়ের জননী। অভিযোগে অভিযুক্ত পুত্রবধূ কলি আক্তার। স্থানীয়রা জানিয়েছেন, পাঁচ বছর আগে আম্বিয়া খাতুন বিভিন্ন সমিতি ও ব্যক্তির কাছ থেকে ঋণ নিয়ে ছেলেকে প্রবাসে পাঠান। প্রবাস থেকে ঋণ শোধের জন্য টাকা পাঠানো হলেও কলি আক্তার তা গ্রহণ করতে নারাজ ছিলেন। ঋণ চাইলে তিনি বারবার শাশুড়িকে মারধর ও চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে নির্যাতন করতেন।
ঘটনার দিন সকালে কিস্তির টাকা দাবি করার সময় কলি আক্তার তার শাশুড়িকে ঘর থেকে টেনে বের করে বাড়ির পাশে কবরস্থানের ঝোপের মধ্যে নিয়ে যান। সেখানে তাকে মাটিতে পুঁতে ফেলার চেষ্টা করেন।幸 দমকা শাশুড়ি ও পরিবারের অন্য সদস্যদের উপস্থিতিতে, বিশেষ করে এক ছেলের স্ত্রী মরিয়মের মোবাইল ভিডিও করার কারণে কলি পরিকল্পনা সম্পন্ন করতে পারেননি। আহত আম্বিয়া পরে হাসপাতালে চিকিৎসা নেন।
আরও
ভুক্তভোগীর ছেলে গিয়াসউদ্দিন ও জামাল মিয়ার স্ত্রী মরিয়ম বেগম জানান, কলি আক্তার ও তার মা মমতাজ বেগম মিলে টাকা দাবির জেরে এ নিষ্ঠুর কর্মকাণ্ড চালান। অভিযুক্ত পুত্রবধূ ও তার মা সাংবাদিকদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান।
বাঞ্ছারামপুর মডেল থানার ওসি হাসান জামিল খান জানিয়েছেন, ভুক্তভোগী বৃদ্ধার কাছ থেকে লিখিত অভিযোগ পেয়েছে পুলিশ। দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










