সর্বশেষ

নেশার টাকা যোগাতে ৩ মাসের সন্তানকে বিক্রি, বাবা আটক

Father arrested for selling 3 month old baby to raise money for drugs

চট্টগ্রামের লোহাগাড়ায় নেশার টাকা জোগাড় করতে তিন মাস বয়সী একমাত্র কন্যাসন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। পুলিশ শিশুটির বাবা মিরাজ উদ্দীনকে আটক করে এবং মছদিয়া এলাকা থেকে উদ্ধার করা শিশুকে মায়ের কাছে হস্তান্তর করেছে।

শুক্রবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের আকবর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক মিরাজ উদ্দীন স্থানীয় মৃত হাফিজুর রহমানের ছেলে এবং পেশায় অটোরিকশা চালক। প্রায় দুই বছর আগে বান্দরবানের নেক্ষ্যংছড়ির আছারতলি এলাকার আসমাউল হোসনার সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে জন্ম নেয় কন্যাসন্তান জান্নাতুল মাওয়া মিমহা।

পারিবারিক সূত্রে জানা গেছে, মাদকাসক্ত মিরাজ উদ্দীন নিয়মিত নেশা করতেন এবং নেশার টাকা না পেলে স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। সম্প্রতি নেশার অর্থের জন্য তিনি নিজের কন্যাসন্তানকেই বিক্রি করে দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করে।

শিশুটির মা আসমাউল হোসনা জানান, স্বামীকে নেশা ছাড়তে বললে তিনি প্রায়ই মারধর করতেন। একমাত্র সন্তানকে বিক্রি করার ঘটনা তাকে ভীষণভাবে মানসিক আঘাত দিয়েছে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, শিশু বিক্রির খবর পাওয়ার পর তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক চিকিৎসার পর মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্ত মিরাজ উদ্দীনের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

আরও দেখুন

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup